মাদ্রাসা
নামঃবাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা।
প্রতিষ্ঠাকালঃ১৩৩৬ বাংলা,১৩৫০ হিজরী,মোতাবিক ১৯২৯ ইসায়ী ।
প্রতিষ্ঠাতাঃহযরত মাওলান বশীর আহমদ (রহঃ) শায়খে বাঘা ।
অবস্থানঃহযরত শাহজালাল (রহঃ) এর স্মৃতি বিজরিত ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিম প্রান্তে প্রবাহিত সুরমা নদীর তীরে ১ নং বাঘা ইউনিয়নে ।
মনোগ্রামঃ পবিত্র কোরাআনের প্রতিকৃতি,আয়াত...... আরবীতে মাদ্রাসার নাম এবং বাংলায় প্রতিষ্ঠাসন সম্বলিত ।
লক্ষ্য-উদ্দেশ্যঃতা’লীম-তরবিয়ত (শিক্ষা-দীক্ষা),দাওয়াত ও তাবলীগ ( দ্বীন প্রচার ),খেদমতে খল্ক (সৃষ্ঠির সেবা ) তাহাফ্ফুযে দ্বীন ( দ্বীন সংরক্ষণ ) ইত্যাদি ।
শিক্ষার ধরণঃবিশ্বের শ্রেষ্ট ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের অনুকরণে দ্বীন-ইসলামের সকল মৌলিক বিষয় শিক্ষার পাশাপাশি যুগের চাহিদা ও দাবী মোতাবেক জাগতিক শিক্ষার ব্যবস্থা ।
সিলেবাস ও শিক্ষার স্থরঃতাহফিযুল কোরআন ও ইলমুল ক্বেরাত সহ প্রাইমারী প্রথম শ্রেণী হইতে দরজায়ে ফযিলত তথা মিশকাত শরীফ পর্যন্ত বেফাকুল মাদারিসিল্ল আরাবিয়া বাংলাদেশ তথা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং তানযীমুল মাদারিস সিলেট বিভাগ এর সিলেবাস অনুযায়ী পরিচালিত ।
ব্যবস্থাপনাঃআবাসিক/অনাবাসিক উভয় ।
আয়ের উৎসঃ মৌসুমী চাঁদা,ওক্ফ জমির উপস্বত্ব,জলসা,দেশী-বিদেশীদের দান-খয়রাত,কোরবানীর চামড়ার মূল্য,যাকাত ইত্যাদি ।
বার্ষিক জলসাঃনির্ধারিত স্থায়ী তারিখ প্রতি মাঘ মাসের শেষ রবিবার ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS